পশ্চিমবাংলায় বাংলাদেশের দাপুটে 'হাওয়া' বয়ে যাওয়ার পর, এবার গোটা ভারতবর্ষে মুক্তি পেল চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) এই ছবি। ৬ জানুয়ারি হাওয়া মুক্তি পেল দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতেও। ইংরেজি সাবটাইটেল সহ দেখা যাবে ছবি। ২০২২ সালের বানিজ্যিকভাবে সবচেয়ে সফল এই ছবি নিয়ে চর্চা থামার নাম করছে না।
Mithai: মিঠাই আর উচ্ছেবাবুর অফস্ক্রিন বরফ গলে জল! ...নতুন সম্পর্কের সমীকরণ?
উল্লেখ্য, মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Sumon) পরিচালিত ছবি 'হাওয়া' ওপার বাংলায় মুক্তি পায় গত জুলাই মাসে। সেই ছবির প্রশংসায় ভেসেছে নেটপাড়া, তাবড় তাবড় সব চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি৷ এপার বাংলাতেও সেই ছবির জনপ্রিয়তা বোঝা গিয়েছিল কলকাতায় অনুষ্ঠিত 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে' নন্দনের বাইরে লম্বা লাইন দেখেই। তারপর বাংলাতেও মুক্তি পেয়েছে এই ছবি।