'যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!'
ঠিক এমনই এক যুগে দর্শকদের নিয়ে যাবেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। যেখানে গণিকারাই ছিলেন রানি, দাসী নন। নেটফ্লিক্সের 'হীরামান্ডি' ওয়েব সিরিজ দিয়েই OTT -তে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বনসালী। আগেই এই খবর প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল, বহুপ্রতীক্ষিত ‘হীরামান্ডি, দ্য ডায়মন্ড বাজারের’ টিজার। এক পতিতাপল্লীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা- গণিকাদের অবস্থাই এবার সঞ্জয় বনসালীর জমকালো সেটে উঠবে ফুটে।
ঝলমলে, গয়নায় মোড়া সাজে বলিউডের বিভিন্ন সময়ের ৬ সুন্দরীকে সাজিয়েছেন পরিচালক। মুখ্য ভূমিকায় মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।
Kabir Suman Health Update: 'গানওয়ালা' কি সংকটমুক্ত? এখন কেমন আছেন কবীর সুমন?
এর আগেও একাধিক ঐতিহাসিক চরিত্র, প্রেক্ষাপট নিয়ে কাজ করেছেন বনসালি৷ কিন্তু এই সিরিজ সম্পর্কে তাঁর মত, এটি সবচেয়ে সবচেয়ে বড় প্রজেক্ট । এই সিরিজ প্রাক-স্বাধীনতার যুগে যৌন কর্মীদের অবস্থা ফুটিয়ে তুলবে৷