নজরুল লিখেছিলেন,
‘চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও—শিকল!’
এই একই কথাই যেন বলছে সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘হীরামান্ডির’ ট্রেলার। যে যুগে গণিকারাই ছিলেন রানি, দাসী নন। নেটফ্লিক্সের 'হীরামান্ডি' ওয়েব সিরিজ দিয়েই OTT -তে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বনসালী। এবার প্রকাশ্যে এল ট্রেলার। ছবিতে গণিকাদের চরিত্রে একঝাঁক বলি সুন্দরী। মুখ্য ভূমিকায় মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ। ওই এলাকার রানি তাঁরাই।
Shilpa Shetty-Rituparna: পোজ দিচ্ছিলেন শিল্পা, ফটোবম্ব করলেন ঋতুপর্ণা! চিনতেও পারলেন না পাপারাৎজিরা
ট্রেলারের ছত্রে ছত্রে ফুটে উঠেছে তাঁদের লড়াইয়ের কথা। ইনকিলাব স্লোগানে মুখরিত হয়েছে তাঁদের দাবি দাওয়া। ট্রেলারে রাজকীয় সাজে একের পর এক সামনে এসেছেন চরিত্ররা। সেই সময়ের নবাবদের তাঁরা হাতের মুঠোতে রাখতেন। চৌকাঠের বাইরের যে দেওয়াল তা ভাঙার লড়াইতেই নামবেন বনসালীর মহিলা বাহিনী।
ডায়মন্ড বাজার পতিতাপল্লীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা- ফুটে উঠবে ছবিতে। এর আগেও একাধিক ঐতিহাসিক চরিত্র, প্রেক্ষাপট নিয়ে কাজ করেছেন বনসালি৷ কিন্তু এই সিরিজ সম্পর্কে তাঁর মত, এটি সবচেয়ে সবচেয়ে বড় প্রজেক্ট । এই সিরিজ প্রাক-স্বাধীনতার যুগে যৌন কর্মীদের অবস্থা ফুটিয়ে তুলবে৷