বহুদিনের বহু প্রতীক্ষার অবসান। জানা গেল 'হেরাফেরি ৩' ফিরছে। শুধু যে ফিরছে, তাই-ই নয়, ছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা জানিয়ে দিলেন, জনপ্রিয় ত্রয়ী অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি-কে নিয়েই ফিরছে হেরা ফেরির তৃতীয় পর্ব।
পুরনো গল্পের স্বাদকে রেখেই নতুন গল্প তৈরি হবে, জানিয়েছেন সাজিদ।
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরাফেরি’। তারপরে ২০০৬ সালে মুক্তি পায় ‘হেরাফেরি টু’। দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নিয়েছিল সমস্ত সিনেমাপ্রেমীদের।
হেরাফেরি-৩ এর পরিচালনায় ইন্দ্র কুমার। এ বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। ২০২৩ এর মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবি।