সাম্প্রতিক কালে টলিউডের কোন কোন অভিনেতা ফেলুদা বা ব্যোমকেশ হলেন, তার একটা তালিকা করা যেতেই পারে। তবে, সেই তালিকা এতই লম্বা, প্রযোজক পরিচালকদের সুবিধের জন্য এখন সেই তালিকা করে রাখা ভাল, গোয়েন্দাপ্রেমী বাঙালি দর্শকদের এখন প্রদোষ মিত্র বা সত্যান্বেষীর চরিত্রে কাদের দেখা বাকি।
দেব
টলিউডের প্রথম পছন্দ। বলা ভাল, দেব এখন স্বয়ং ইন্ডাস্ট্রি হওয়ার মুখে। চরিত্রে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা দেব দীর্ঘদিন ধরেই করছেন। ফেলুদা বা সত্যান্বেষীর ভুমিকায় একবার তাঁকে ভাবা যেতেই পারে।
অঙ্কুশ
বানিজ্যিক ছবিতে ইতিমধ্যে নাম করেছেন, অভিনয়টাও মন্দ করেন না। অঙ্কুশের কাছে এখনও একবারও বাংলার কোনও জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের অফার আসেনি বলছেন?
Amitabh-Bachchan-Srijit Mukherji: মৃণাল সেনের বায়োপিকের জন্য সৃজিতকে শুভেচ্ছা বিগ বি-র
যশ
অভিনয় প্রতিভা দিয়ে এখনও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেননি যশ। কে জানে, ভবিষ্যতে কোনওদিন অন্তত একটা ছবি কিম্বা সিরিজে মিস্টার মিটার বা ব্যোমকেশের চরিত্রে দেখা গেলেই হয়তো অনেক সমীকরণ বদলে যেতে পারে।
সোহম
সোহমের চেহারার সঙ্গে সাহিত্যে বর্ণিত ফেলুদা কিম্বা ব্যোমকেশের বাহ্যিক সাদৃশ্য তেমন না থাকলেও মেকআপে সব হয়। তাছাড়া সোহমের অভিনয় ক্ষমতাও মন্দ নয়। পরিচালক-প্রযোজকরা মাস্টার বিট্টুকে কি ভেবে দেখেছেন একবারও?