বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকগুলির কাছে পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো । কে হল প্রথম, কাকে পিছিয়ে পড়তে হল...গোটা সপ্তাহের টিআরপি (TRP) তালিকার জন্য অপেক্ষায় থাকেন কলাকুশলী থেকে দর্শকরা । তবে, চলতি সপ্তাহের টিআরপিতেও (Tele Serial TRP) প্রথম চারে সেরকম কোনও রদবদল নেই । গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)। তবে, গত সপ্তাহের থেকে নম্বর সামান্য কমে হয়েছে ৮.৫ । অন্যদিকে, জগদ্ধাত্রীর একের পর এক কেস সমাধান, তাঁর বুদ্ধিমত্তা, ধারাবাহিকে টানটান উত্তেজনা দর্শকদের আকর্ষণ করেছে । তাই ৭.৯ নম্বর নিয়ে এবারও দ্বিতীয় স্থান ধরে রেখেছে জগদ্ধাত্রী । গত সপ্তাহের মতো এবার তৃতীয় হয়েছে 'খেলনা বাড়ি' । তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৩ ।
চতুর্থ স্থানে 'গৌরী এলো'। প্রাপ্ত নম্বর ৭.১। একই নম্বর পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'ও । অন্যদিকে, 'রাঙা বউ'-কে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে পঞ্চমী ।। প্রাপ্ত নম্বর ৬.৬ । এবার এক নম্বরের জন্য ষষ্ঠ স্থানে রয়েছে 'রাঙা বউ' । নম্বর বাড়িয়ে উপরে উঠতে শুরু করেছে রূপা গঙ্গোপাধ্যায়, স্বীকৃতি মজুমদারের ‘মেয়েবেলা’ ধারাবাহিকও । এসপ্তাহে সপ্তম স্থানে 'বাংলা মিডিয়ম'-এর সঙ্গে জায়গা করে নিয়েছে 'মেয়েবেলা'।
আরও পড়ুন, Urmila Srabonti Kar : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা, কেমন আছেন বাংলাদেশের অভিনেত্রী ?
ষষ্ঠ থেকে দশম স্থানে কোন কোন ধারাবাহিক, দেখে নিন...
ষষ্ঠ- রাঙা বউ (৬.৫)
সপ্তম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৬.৩)
অষ্টম- গাঁটছড়া/ মিঠাই (৫.৯)
নবম- সোহাগ জল (৫.৭)
দশম- এক্কা দোক্কা (৫.৬)