আচমকাই বুধবার রাতে শহরে হিরো আলম (Hero Alam)। ব্যাপার কী? একটি নতুন অ্যাপের প্রচারে ব্যস্ততাতেই কাটল বেশ। বাংলাদেশের জনপ্রিয় এই ইউটিউবারকে দেখা গেল সল্টলেকের রাস্তায়। হিরোর সঙ্গী কলকাতার আর এক জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)।
সারা বছরই কোনও না কোনও কারণে বিতর্কের কেন্দ্রে থাকা হিরো আলম এই মুহূর্তে চর্চায় রয়েছেন রবীন্দ্রসঙ্গীত গেয়ে, এ ছাড়া পদ্মা সেতু নিয়ে গান গেয়েও ট্রোল্ড হয়েছেন তিনি।
Bonny-Koushani: মাখো মাখো প্রেম কই? বরং ভয় ধরাচ্ছে বনি-কৌশানীর নতুন ছবির পোস্টার
অ্যাপের প্রচারে হিরো আলমকে বলতে শোনা গেল, ভারত-বাংলাদেশে প্রচুর ইউটিউবার তৈরি হচ্ছেন। কিন্তু সবাই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন না। পিছিয়ে পড়া ইউটিউবারদের মঞ্চ দিতেই তাঁদের এই উদ্যোগ।
কলকাতায় যদিও কয়েক মাস আগেই এসেছিলেন হিরো আলম। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারের সঙ্গে জুটি বেঁধে ‘হাউ ফানি’ নামের একটি মিউজিক ভিডিও মুক্তি পায় হিরো আলমের।