Hoichoi Web Series : 'ডাইনি' মিমি ! ডবল চমক টোটার, উৎসবের মরসুমে বিনোদনের 'হইচই', কী কী থাকছে ?

Updated : Oct 16, 2024 08:57
|
Editorji News Desk

দুর্গাপুজো শেষ । কিন্তু, উৎসব তো সবে শুরু । সামনে এখন কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো...তারপর আবার বড়দিন, নিউ ইয়ার...সাধে কি আর বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । কারও কাছে উৎসবের উদযাপন মানে ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া কিংবা ফ্যামিলি টাইম,আবার কারও কাছে ফেস্টিভ সেলিব্রেশন মানে রুপোলি পর্দায় যাপন । এখন তো আবার মানুষ ওটিটিতেই বেশি স্বাচ্ছন্দ্য । এবার দর্শকদের জন্য ওয়েব প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ । একগুচ্ছ সিরিজের ঘোষণা করে বিনোদন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে ওয়েব প্ল্যাটফর্মটি । 

মোট ১০টি সিরিজের নাম ঘোষণা করা হয়েছে । সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজগুলি । সেখানে যেমন প্রেম রয়েছে, তেমনই রহস্য কিংবা কোথাও আবার মৃত্যুর হাতছানি । দর্শকদের এন্টারটেইন করার জন্য হাজির একাধিক টলি তারকা । হইচই এখন বলছে,"পুজো শেষ হয়ে গেলেও, বিনোদন এখনও বাকি আছে বন্ধু!" আর ভরপুর বিনোদন জোগাতেও তৈরি মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা থেকে অনির্বাণ ভট্টাচার্যরা । ওপার বাংলার অভিনেতারাও সামিল হইচই-এর ফেস্টিভ প্রিমিয়রে । কারণ এবার হইচই-এ শুধু এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট ।

ফেস্টিভ সিরিজের তালিকা

পুরোপুরি একেন

অ্যাডভেঞ্জার যেখানে, একেন সেখানে । জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় একেনবাবু এবার পুরীতে । সেখানেই খুনের রহস্যের উদঘাটন করবেন একেনবাবু । আবারও একেন-এর চরিত্রে নজর কাড়বেন অনির্বাণ চক্রবর্তী । 'একেন', নামটুকু উচ্চারণ করলেই কিন্তু গল্প নয়, আগে মনে পড়ে সিনেমার কথাই । মানুষের মনে সেই জায়গাটা তৈরি করতে সক্ষম হয়েছেন অনির্বাণ চক্রবর্তী । 


তালমার রোমিও জুলিয়েট 

পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ । ব্যোমকেশের পর আবারও একবার ক্রিয়েটিভ পরিচালকের ভূমিকায় অনির্বাণ । নিয়ে আসছেন একটি প্রেমের গল্প । রোমিও জুলিয়েটের গল্প । সেখানে যেমন প্রেম আছে, তেমনই বিরহ । কেমন হবে কাল্পনিক শহর তালমারে রোমিও ও জুলিয়েটের গল্প ? জানতে দেখতে হবে নতুন সিরিজটি । জানা গিয়েছে, সিরিজের নায়ক-নায়িকা নতুন মুখ । 


ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্কর

হইচই-এ গোয়েন্দাগিরি করবেন একেন, আর ফেলুদা থাকবেন না তা কি হয় । সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা । এবার ফেলুদা-কে নিয়ে আসছেন সৃজিত । এবার অভিযান কাশ্মীর । সেখানেই চলবে ফেলুদার গোয়েন্দাগিরি । গল্পের নাম, 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'। ফেলুদার ভূমিকায় ফের টোটা রায়চৌধুরী । 

নিখোঁজ ২

হইচই-এ এবার ডবল ডোজ দেবেন টোটা । ফেলুদা তো আছেই, নিখোঁজ ২-ও মুক্তি পাচ্ছে হইচই-এ । নিখোঁজ-এর প্রথম সিজন সাফল্য পেয়েছে । তাই এবার দ্বিতীয় সিজন নিয়ে তৈরি টোটা, স্বস্তিকা মুখোপাধ্যায়রা । হারানো মেয়েকে মা খুঁজে পাবেন কি না, সেই রহস্যের জট খুলতে পারে এই সিজনেই ।

ডাইনি

ওটিটির দুনিয়ায় একেবারে নতুন বলা চলে না মিমিকে । গত বছরই হইচই-তে মুক্তি পেয়েছিল 'যাহা বলিব সত্য বলিব' । কিন্তু, এবার তিনি ফিরলেন 'ডাইনি' হয়ে !নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে সিরিজ । ডাইনি অপবাদ কুড়ানো একটি মেয়ের জীবনের গল্পই ফুটে উঠবে সিরিজে ।

বিষহরি

হইচই-এ ভিন্ন স্বাদের পারিবারিক গল্প নিয়ে আসছে 'বিষহরি'। সঙ্গে রয়েছে রহস্য । সিরিজে দেখা যাবে শোলাঙ্কি রায়, রাজনন্দিনী পালকে । খুব তাড়াতাড়ি হইচই-এর পর্দায় দেখা যাবে 'বিষহরি'-কে

নিকষ ছায়া

হইচই-এ পর্ণশবরীর শাপ হয়েছিল হিট । নীরেন ভাদুড়িকে নিয়ে আবারও ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় । ভূত চতুর্দশীতে আসছে নিকষ ছায়া । চিরঞ্জিৎ চক্রবর্তী ছাড়াও সিরিজে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুদের । 

কালরাত্রি

থ্রিলার ওয়েব সিরিজ কালরাত্রি । মুখ্য ভূমিকায় সৌমিতৃষা কুণ্ডু । প্রথমবার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে । কিছুদিন আগেই লুক প্রকাশ্যে এসেছে সৌমিতৃষার ।

রঙ্গিলা কিতাব

হইচই-এর সিরিজের তালিকায় রয়েছে ওপার বাংলা । দর্শকদের মন আগেই জয় করে নিয়েছে কারাগার,মহানগর-এর মতো বাংলাদেশের সিরিজ । এবার আসছে রঙ্গিলা কিতাব । প্রধান ভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরিমণিকে । 

বোহেমিয়ান ঘোড়া

আরও একটি বাংলাদেশের সিনেমা । মুখ্য চরিত্রে মোশারফ করিম । এক ট্রাক ড্রাইভারের গল্প বলবে 'বোহেমিয়ান ঘোড়া'।

 

Hoichoi

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?