এবার পর্দায় আসছে চলেছে হইচই-এর (Hoichoi)নতুন ওয়েব সিরিজ। হরর জঁরের এই সিরিজ পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার ওটিটিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakroborty)।
সৌভিক চক্রবর্তীর 'পর্ণশর্বরীর শাপ' গল্প অবলম্বনে তৈরি হবে এই ওয়েব সিরিজ। 'ভাদুড়ি মশাই' চরিত্রটিতে অভিনয় করবেন চিরঞ্জিৎ
আরও পড়ুন - জলসার নতুন ধারাবাহিকে ভয়ের আবহ! প্রকাশ্যে 'তুমি আশেপাশে থাকলে'-র টিজার
জানা গিয়েছে, ইতিমুধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে। চিরঞ্জিৎ ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং অর্ণ মুখোপাধ্যায়।