ভোটের দামামা বেজেছে। হাওয়া গরম। নির্বাচন লড়ছেন অনেক তারকা প্রার্থীই। এই বাজারে রাজনীতিতে নাম লেখালেন দিতিপ্রিয়া রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়রা? সত্যি নাকি? আলবাত সত্যি, তবে পর্দায়। হইচইতে আসছে 'আবার রাজনীতি'।
ভুরি ভুড়ি গোয়েন্দাগল্প, সাসপেন্স থ্রিলারের মাঝে গত মরশুমে স্বাদ বদল করতে হইচইতে এসেছিল 'রাজনীতি'। এবার তারই দ্বিতীয় সিজন আসছে। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)-কে।
Mohun Bagan Super Giant: আবেগে ভাসল যুবভারতী, 'জয়-বিরু' কামিন্স-সাদিকুকে ভালোবাসায় ভরাল মোহন জনতা
প্রথম সিরিজে দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।মায়ের চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) এবং প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। উড়িষ্যা ও অন্যান্য জায়গার বেশ কিছু অংশে শ্যুটিং হয়েছে।