এই তো বছর খানেক আগে, সাড়া ফেলে দিয়েছিল এক বাংলা ছবি, বল্লভপুরের রূপকথা। এবার কি তারই সিকোয়েল আসছে? হইচই-এর সাম্প্রতিক টিজার প্রকাশ্যে এল। সেই রহস্য ঘেরা ঘর, সেই সত্যম ভট্টাচার্য! অপেক্ষা বাড়ল দর্শকদের! তবে অপেক্ষার অবসানও হবে খুব শিগিগির। চলতি মাসেই হইচইতে মুক্তি পেতে চলেছে 'দাদুর কীর্তি'।
না, প্রোটাগনিস্ট সেই সত্যম হলেও বল্লভপুরের সিকোয়েল নয়, চৌধুরী পরিবারের রহস্য উদ্ঘাটন করতেই এবার নতুন অবতারে বল্লভপুরের রাজা। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় হইচইতে আসছে ওয়েব সিরিজ 'দাদুর কীর্তি'। বনেদি বাড়ি, তাতে লুকিয়ে থাকা রহস্য, পুরনো সিন্দুক, গুপ্তধনের গন্ধ...ব্যাস! বাঙালি আর চায় কী!
Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!