ভুরি ভুড়ি গোয়েন্দাগল্প, সাসপেন্স থ্রিলার নিয়ে কাজ হচ্ছে বাংলায়। এবার একটু স্বাদ বদল। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)।
দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
Friday OTT streaming: ওটিটি-তে বুম্বা দা বনাম ব্যোমকেশ-এর লড়াই! এই সপ্তাহের স্কোরকার্ডে এগিয়ে কে?
গল্পের নায়িকা রাশির জীবন ওলট পালট করে দেয় একটা দুর্ঘটনা, তার ফলেই রাশির সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। বাকিটুকু জানতে দেখতে হবে সিরিজটি।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। উড়িষ্যা ও অন্যান্য জায়গার বেশ কিছু অংশে শ্যুটিং হয়েছে।