একমাস হল শেষ হয়েছে 'সোহাগ জল' ( Tele Srial Sohag Jol)। তারই মধ্যে এল সুখবর । ফের ছোটপর্দায় কামব্যাক করছেন হানি বাফনা । টলিপাড়া অন্দরের খবর, সান বাংলার (Sun Bangla) নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে । নায়কের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় এক নায়িকাকে ।
জানা গিয়েছে, সান বাংলার নতুন সিরিয়ালের নাম 'শ্যামা' । সেখানে হানি-র বিপরীতে দেখা যেতে পারে টুম্পা ঘোষকে । 'রাগে অনুরাগে', 'রাঙিয়ে দিয়ে যাও', 'ত্রিশূল'-সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে । যদিও, সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে । চ্যানেল বা হানির তরফে এখনও কিছু খোলসা করে বলা হয়নি ।
আরও পড়ুন, Rubel-Sweta : দুই পা ভাঙা নিয়েই শরীরচর্চায় ব্যস্ত রুবেল, কী বললেন শ্বেতা ?
'বকুল কথা' থেকে শুরু । তারপর 'গ্রামের রানি বীণাপাণি’, 'প্রথমা কাদম্বিনী', 'সোহাগ জল' একাধিক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন হানি । 'সোহাগ জল' শেষ হতে না হতেই আবারও এক ধারাবাহিকে ফিরছেন তিনি ।
অন্যদিকে, 'সোহাগ জল'-এর জুঁই অর্থাৎ শ্বেতার কী খবর ? কাজ শুরু করেছেন অভিনেত্রীও । ধারাবাহিক নয়, তবে, ওয়েব সিরিজে এবার ডেবিউ করবেন । সিনেমাতে আগেই হাতেখড়ি হয়েছে । এবার ওয়েব সিরিজ ।
জানা গিয়েছে, সুরিন্দর ফিল্মসের ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে শ্বেতার। দুর্গাপুজোয় ‘ক্যামেলিয়া প্রোডাকশন’ আনতে চলেছে ‘ফ্রাইডে’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সেখানের ওয়েব সিরিজে থাকতে পারেন শ্বেতা ।