ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর জন্য দায়ী হাসপাতালের এক চিকিৎসক, অভিনেত্রীর মৃত্যুর পর এমনই বিস্ফোরক অভিযোগ মা শিখা শর্মার (Shikha Sharma)। ঐন্দ্রিলার (Aindrila Sharma) এক স্মরণসভায় তিনি অভিযোগ করেন, শুধুমাত্র চিকিৎসকদের বাদানুবাদের কারণেই কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই প্রসঙ্গে মুখ খুল্ল হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল।
হাসপাতালের বক্তব্য, ঐন্দ্রিলার (Aindrila Sharma) পরিবারের তরফে হাসপাতালে কোনও অভিযোগ করা হয়নি। এমন মন্তব্য না করে হাসপাতালেই সরাসরি বিষয়টা জানালে ভাল হত, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।
Arthritis Pain treatment : শীত এলেই বাড়ে বাতের ব্যথা ? ঘরোয়া উপায়ে ব্যথা রাখুন নিয়ন্ত্রণে
ঐন্দ্রিলার মায়ের অভিযোগ, তাঁর মেয়ের অপারেশনের পর অবহেলা করা হয়েছে, হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে অভিনেত্রীর মা বলেছেন, প্রথম থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে তাঁর মনোভাব নেতিবাচক ছিল।