আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য । সদ্য মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস। জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। প্রতিবাদ মুখর সময়ে তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যে। সেপ্টেম্বরের শুরুতে দুই থেকে তিন হওয়ার কথা ছিল রাহুল-প্রীতির । তবে সময়ের বেশ কিছুটা আগেই মা হন ধূলোকণা-র মিনি দিদি ।
আনন্দবাজারকে রাহুল জানিয়েছিলেন, প্রীতি নাকি আগেই বলেছিল, তাঁদের মেয়ে হবে । সেটাই হয়েছে । সন্তান জন্মের আগে মেয়ের জন্য একাধিক নাম ভেবেও রেখেছেন তাঁরা । ১৮ দিনের এই মাতৃত্বের অনুভূতি কেমন প্রীতির? কী জানালেন নতুন মা?
এখন তাঁর দিন রাত কাটে মেয়ের দিকেই তাকিয়েই। বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, সব মায়ের মতোই এই চাওয়া রয়েছে তাঁরও। সঙ্গে ভয়-ও দানা বাঁধছে মেয়ে জন্ম দেওয়ার পর থেকেই।
কীসের ভয়?
প্রীতি জানান, ‘আমি মেয়ে ভীষণ ভালোবাসি। মন থেকেই চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক। তবু একটা সময় কিছুটা ভয় পেয়েও গিয়েছিলাম। মনে হয়েছিল থাক দরকার নেই মেয়ের। জীবনের কিছু অ্যাডজাস্টমেন্ট খুবই কঠিন। ভেবেছিলাম এগুলোর মধ্যে ওকেও হয়তো পড়তে হবে কখনও।’