লোকসভার আগে ব্রিগেডের মঞ্চ থেকে আজ বামেদের শক্তি পরীক্ষার দিন। ডিওয়াইএফআইয়ের ডাকে ‘ইনসাফ সমাবেশ’-এ লোক আসছেন বহু দূর থেকে। সকাল সাড়ে দশটাতেই ভিড় চোখে পড়ার মতো।
শনিবার রাত থেকেই ব্রিগেডের আশপাশে ঠাঁই নিতে শুরু করেছিলেন সমর্থকেরা। ভিড় বাড়তে শুরু করেছে সকাল ৮টা থেকে। হাওড়া স্টেশনে ট্রেন থামলেই পিল পিল করে নেমে আসছেন ময়দানমুখী জনতা।
MS Dhoni: হুঁকোয় টান ক্যপ্টেন কুলের! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
বেশির ভাগই হেঁটে রওনা দিচ্ছেন হাওড়া ব্রিজ পেরিয়ে। লঞ্চঘাটেও দারুণ ভিড়। লাল নিশানে সজ্জিত হয়ে একের পর এক লঞ্চ হাওড়া থেকে কলকাতার ঘাটে এসে ভিড়ছে। আর ক্রমশ ভিড় বাড়ছে রবিবারের গড়ের মাঠে শিয়ালদহতেও ভিড় করেছেন মূলত উত্তরবঙ্গ থেকে আসা মানুষজন।