বছর শুরুতেই অনুরাগীদের চমক দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। সোশ্যাল মিডিয়ায় নিজের 'রিপড লুক'-এর ছবি পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন হৃতিক। যে লুক দেখে বোঝাই যাচ্ছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে কালো জিমের পোশাক পরে রয়েছেন হৃতিক রোশন। আর ফ্লন্ট করছেন নিজের এইট প্যাক অ্যাবস (8-pack abs)। শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে তাঁর কসরতের কারুকার্য। জিমের আয়নার সামনে দাঁড়ানো এই ছবিটির ক্যাপশনে লিখেছেন, 'ঠিক আছে, চল শুরু করা যাক।'
হৃতিকের এই পোস্ট দেখে অনুরাগীদের মন্তব্য উপচে পড়েছে। বাদ যাননি তাঁর সহকর্মীরাও। বরুণ ধাওয়ান লিখেছেন, 'ঠিক আছে তাহলে'। কুনাল কাপুর এবং নীল নিতিন মুকেশ অভিনেতার ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন।
আরও পড়ুন- বর্ষবরণের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, স্ত্রীকে দেবিনাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত গুরমিত
বছর শুরুতেই প্রিয় অভিনেতার এমন লুক দেখে মোটিভেট হয়েছেন তাঁর ভক্তকূলও। কেউ লিখেছেন, সোমবার থেকে ডায়েট শুরু করবেন। কেউ বলছেন এই ছবি তাঁদের আগামিদিনে নিজেদের সুস্থ এবং ফিট রাখতে মোটিভেট করবে। কেউ আবার উল্লাস প্রকাশ করে লিখেছেন, 'বৃদ্ধ হৃতিক ফিরে এসেছে'।