কোয়ি মিল গ্যায়া-র সেই ছোট্ট মেয়েটা, ঋত্বিক রোশনের বন্ধুর চরিত্রে ছিল যে মিষ্টি মেয়েটা, মনে পড়ে তাঁকে? সেই হন্সিকা মোতওয়ানি এবার বলিউডের হবু কনে। খুব শিগিগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হন্সিকা।
জয়পুরে ৪৫০ বছরের পুরনো এক দুর্গে বস্তে চলেছে বিয়ের বাসর। বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে। সেখানে স্থান হিসাবে লেখা আছে মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসের নাম। যেখানে এখন সাজ সাজ রব। জোরকদমে প্রস্তুত হচ্ছে বিবাহ বাসরের।
তবে এত সব কিছুর মাঝে এখনও জানা যায়নি পাত্রটি কে? শোনা যাচ্ছে হন্সিকার পরিবারই নাকি পাত্র খুঁজেছে তার জন্য।
ছোট পর্দার জনপ্রিয় বাচ্চাদের শো শ্যাকাল্যাকা বুমবুমে খুব জনপ্রিয় হয়েছিল হন্সিকা অভিনীত করিণা চরিত্রটি, সেখান থেকেই বড় পর্দায় ব্রেক!