বলিউডের গ্রিক গড, ফিটনেস ফ্রিক ...অভিনেতা হৃতিক রোশনের নামের পাশে বিশেষণের কমতি নেই । ৫০ ছুঁইছুঁই হৃতিক (Hrithik Roshan), কিন্তু দেখে বোঝার উপায় নেই । এখনও যেন চিরতরুণ, আবারও সেটা প্রমাণ করে দিলেন । সম্প্রতি, হৃত্বিকের একটি ছবি হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায় । শার্টলেস হৃতিক , স্পষ্ট অ্যাবস, ভিজে শরীর, একেবারে আগুন ঝড়ালেন অভিনেতা ।
সম্প্রতি, প্রেমিকা সাবা আজাদের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন নায়ক । আর সেখান থেকে ফিরেই জিমে গিয়েছেন । শেয়ার করেছেন দু'টো ছবি । একটা প্রেমিকার ছুটি কাটানোর ছবি । যেখানে একাই দেখা গিয়েছে হৃতিককে । একেবারে শার্টলেস । পুলে গা ভিজিয়ে নিচ্ছেন হৃতিক । আর একটা ছবি জিমের । সেখানেও শার্টলেস নায়ক । স্পষ্ট তাঁর অ্যাবস । দু'টো ছবিই যেন আগুন ঝড়াচ্ছে । ক্যাপশনে হৃত্বিক লেখেন- ‘ছুটির পর্ব শেষ…. দেখুন আগের এবং এখনকার ছবি…. সবার সঙ্গে জিমে দেখা হোক’।
আরও পড়ুন, Pori Moni : হাতে ফোটানো স্যালাইনের ইঞ্জেকশন, ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি, সঙ্গে নেই রাজ !
হৃতিকের পোস্টে কমেন্ট করেছে সাবাও । তাঁর পরামর্শ, ‘আরেকটু বেশি চিজ খাও।' ভালবাসা দিয়েছেন অনিল কাপুর, সুমিত ব্যাস, করণ ওয়াহি-রা । উল্লেখ্য, দু-বছর আগে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান তারকা । দু'জনে খুব শীঘ্রই বিয়ে করবেন বলে জানা গিয়েছে । আগামিতে হৃতিককে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ফাইটার ছবিতে।