দিন কয়েক আগেই জন্মদিন গেল বলিউডের 'গ্রিক গড' এর। তার আগে প্রেমিকা সাবা আজাদ ও দুই ছেলেকে নিয়ে ইউরোপ ট্যুর ও সেরে এলেন হৃত্বিক রোশন। এর মধ্যেই হঠাৎ কি এমন হয়ে গেল? পাপারাজ্জিদের ক্যামেরায়, হৃত্বিক ধরা পড়লেন বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে। তবে কি কোনও জটিল রোগ বাসা বাঁধল 'ক্রিশ' এর শরীরে?
Tele Serial Ranga Bou : রাঙা বউ পাখির জীবনে ঝড় তুলতে ধারাবাহিকে আসছেন এই খলনায়িকা !
জানা গিয়েছে, রক্তজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। যদিও এবিষয়ে অভিনেতার পরিবারের তরফে কোনও খবর মেলেনি। 'ব্যাং ব্যাং' ছবির শ্যুটিং এর সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন অভিনেতা, তারপরেই মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। এরপর নাকি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এবার নতুন রোগ ভোগাতেই চিকিৎসাকেন্দ্রের বাইরে আনাগোনা বেড়েছে তাঁর।