আজ হৃত্বিক রোশনের (Hrithik Roshan) জন্মদিন। জীবনের হাফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে বলিউড অভিনেতা। নয়ের দশকে বড় হওয়া প্রজন্ম এই দিনটাকে মনে করতে গুগল দেখে না, বরং মনে পড়ে যায় ক্যালেন্ডারের দাগ দিয়ে রাখা দিনগুলো পার করে ফেলেছে প্রায় আড়াই দশক।
সাবা আজাদের সঙ্গে প্রেম, সোচ্চারে সেই প্রেমের প্রকাশ, বিচ্ছেদের পরেও সুজেন খানের সঙ্গে সুসম্পর্ক, ব্যস্ত শিডিউলের মধ্যে সন্তানদের সঙ্গে নিয়ম করে সময় কাটানো ঘুরতে যাওয়া হোক, অথবা শত কাজের মাঝেও জিমে গিয়ে শুধু ঘাম ঝরানো নয়, গ্রিক দেবতার মতো এইট প্যাক অ্যাব ধরে রাখা, এসব তো একজনের পক্ষেই সম্ভব।
Jackie Shroff: 'সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান' যোগী আদিত্যনাথের কাছে আবদার কোন তারকার?