২৫ মে, গতকাল ছিল বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহারের (Karan Johar) ৫০-তম জন্মদিন। যশরাজ স্টুডিয়োতে বসেছিল জন্মদিনের (Karan Johar's 50th birthday) আসর। গোটা বলিউডই যেন ভেঙে পড়ল সেই আনন্দোৎসবে! হৃতিক রোশন ও সাবা আজাদ (Hrithik Roshan and Saba Azad) এই প্রথম একসঙ্গে প্রকাশ্যে এলেন। জন্মদিনের 'থিম' মেনেই দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। হাতে হাত ধরে এলেন করণের জন্মদিনে। এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালবাসা জাহির করলেও, এখনও সরকারিভাবে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেননি। করণের জন্মদিনেই হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান এলেন তাঁর 'বিশেষ বন্ধু' আর্সলান গনি'র সঙ্গে। আর্সলানের পরনে ছিল কালো স্যুট। অন্যদিকে সুজান পরেছিলেন ঝাঁ-চকচকে বিদেশি পোশাক।
আরও পড়ুন: 'ফোনটা ধরতে পারলে হয়তো প্রাণে বাঁচত', আক্ষেপ মৃত বিদিশার পরিচিতের
২০০০ সালে বিয়ে হয়েছিল হৃতিক রোশন ও সুজানের। দুজনের বিচ্ছেদ হয় ২০১৪ সালে। তাঁদের দুই সন্তান- হৃধান ও হৃহান।
নিউ ইয়র্কে নিজেদের রোম্যান্টিক গেটওয়ে সেরে ফিরে করণের জন্মদিনে এলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif)। সাদা পোশাকে অপূর্ব লাগছিল ক্যাটরিনা। ভিকির পরনে ছিল কালো ভেলভেট স্যুট।
রাজকীয় এন্ট্রি নেন সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাঁদের সঙ্গেই ছিলেন সদ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে দেশে ফেরা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। দুজনেই পরেছিলেন মানানসই পোশাক।
সাদা স্যুটে ছিলেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। মীরা রাজপুতের পরনে ছিল কালো অফ শোল্ডার পোশাক। এসেছিলেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও। পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় খুব মিষ্টি লাগছিল এই দম্পতিকেও।
আমির খান (Aamir Khan) ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও এসেছিলেন করণ জোহরের মাইলস্টোন হয়ে যাওয়া জন্মদিনের সেলিব্রেশনে।