ইতিমধ্যে তিনি রীতিমতো প্রচারের আলোয় এসে গেছেন। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, হৃতিক রোশন (Hrithik Roshan) নাকি এনাকেই মন দিয়ে বসে আছে। একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছে নানা রেস্তোরাঁতেও। সেই সাবা আজাদের (Saba Azad) মুখে একবারে খাঁটি বাঙালির গান। সম্প্রতি ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করেছেন সাবা। গাইছেন 'মহারাজা তোমারে সেলাম' (Maharaja tomare selam)। গানই সাবার পেশা, তাই সুর নিয়ে আলাদা কিছু বলতেই হয় না, তবে এত সুন্দর বাংলা উচ্চারণ তিনি করলেন কীভাবে?
সাবা জানিয়েছেন, খুব ছোটবেলায় গুপি গাইন বাঘা বাইন দেখেছিলেন বাবা-মার সঙ্গে, সেই থেকে সুরটা মনে একেবারে গেঁথে গেছে তার। সাবার গলায় সত্যজিতের ওই গানের কয়েক কলি শুনেই একেবারে মুগ্ধ বাঙালি।
সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জালিয়াতি মামলা, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি