ছবি মুক্তির পাঁচ দিন আগে ছবির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেওয়ার পর থেকেই টলিপাড়ায় আলোচনায় ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সেই প্রসঙ্গেই, তাঁর একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। যশের বিরুদ্ধে মুখ খুলেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prasad Chatterjee), জয়জিৎ বন্দ্যোপাধ্যায়দের (Joyjit Banerjee) মতো জনপ্রিয় শিল্পীরা।
গানের দৃশ্যে নিজের 'লুক' নিয়ে মাত্রাতিরিক্ত সচেতন ছিলেন যশ। সেখান থেকেই পরিচালকের সঙ্গে মতবিরোধ, এমনটাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিনেবাদাম ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। পরিচালককে যশ প্রশ্ন করেন গানের দৃশ্যে 'কালো ছেলে' কেন থাকবে?
Prosenjit-Rachana : ফের একসঙ্গে রচনা-প্রসেনজিৎ, ছোটপর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি !
যশের এই বর্ণবৈষম্যমূলক মন্তব্য নিয়ে বাংলা বিনোদন মহল তোলপাড়। বাচিক শিল্পী সুজয়প্রসাদ প্রশ্ন তুলেছেন, ছবির দৃশ্যে ‘কালো ছেলে’কে দেখানোর পর যশ দাশগুপ্ত ছবির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলে তাকে সৃজনশীল সমস্যা বলা যায়? তার পরেই তাঁর দাবি, ‘আমি আশা করি #নেটিজেনরা তাঁর প্রতি রূপঙ্করের মতোই বিচার করবেন।’
একই সুর জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়। অভিনেতার 'পরামর্শ' পরিচালক যদি নাও শোনেন, শেষ মুহূর্তে ছবির প্রচার থেকে অভিনেতার সরে আসার সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন জয়জিৎ! খোলাখুলি সমর্থন জানিয়েছেন প্রযোজক তথা অভিনেত্রী এনাকে।