হয়ে হয়েও হচ্ছে না! মহারাজের বায়োপিকের ভবিষ্যৎ অনিশ্চিত! একের পর এক তারকা-পরিচালকের পিছিয়ে আসায় বিশ বাঁও জলে সৌরভ গঙ্গপাধ্যায়ের বায়োপিক। ভারতের প্রাক্তন অধিনায়কের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল রণবীর কাপুরকে। কিন্তু শোনা যাচ্ছে ক্রিকেট নয়, ফুটবলেই বেশি আগ্রহ ঋষি পুত্রের।
আবার পরিচালকের আসনে প্রথমে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর নাম। কলকাতায় তাঁর আইপিএল প্লে অফের ম্যাচ দেখতে আসায় সেই জল্পনা আরও জোড়ালো হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে বাঙালির আইকনকে নিয়ে ছবি বানাতে নাকি বঙ্গ সন্তানেরই খোঁজ চলছে। সে ক্ষেত্রে সবচেয়ে আগে উঠে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম। ইতিমধ্যে সাড়া ফেলেছে সৃজিত পরিচালত মিতালী রাজের বায়োপিক সাবাস মিট্টূ।
অন্যদিকে মহারাজের চরিত্রে কাকে দেখা যাবে? কেউ বলছেন ঋত্বিক রোশনকে, কেউ আবার বলছেন দেখা যেতে পারে স্বয়ং 'দাদা'কেও।