শাহরুখ খানকে দেখে ভরসা পেয়েছিলেন । তাই,আইএএস আধিকারিক হওয়ার স্বপ্ন নিয়ে প্রায় দুই লাখ টাকা দিয়েছিলেন শিক্ষামূলক অ্যাপ সংস্থা বাইজু’সকে । কিন্তু , অভিযোগ টাকা নেওয়া সত্ত্বেও পরিষেবা পাননি প্রিয়ঙ্কা দীক্ষিত নামের মধ্যপ্রদেশের এক পরীক্ষার্থী । তাঁর অভিযোগের ভিত্তিতে, বাইজু’স কর্তৃপক্ষ এবং শাহরুখকে ক্ষতিপূরণ-সহ যাবতীয় অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা ক্রেতা সুরক্ষা আদালত ।
ওই ছাত্রী জানিয়েছেন, কয়েক ধাপে তিনি প্রায় দুই লাখ টাকা দেন । কিন্তু, তাঁর অভিযোগ, ঘোষণামতো অনলাইনে কোনও ক্লাসই করতে পারেননি প্রিয়াঙ্কা । এমনকি, তাঁকে নাকি কোনও বই কিংবা অন্যান্য আনুষঙ্গিক তথ্য দিয়ে সাহায্য করা হয়নি । এরপরই জেলা ক্রেতা সুরক্ষা আদালতে যান তিনি । সেই অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় । জেলা আদালত বাইজু’স-এর ম্যানেজার এবং শাহরুখ খানকে ক্ষতিপূরণ মেটানোর জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন । ছাত্রীর অভিযোগ এখনও তিনি কোনও ক্ষতিপূরণ পাননি ।
এদিকে, সম্প্রতি, বেঙ্গালুরুতে বাইজু’স-এর মালিক বাইজু রবীন্দ্রনের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে ।