ভারতীয় বেতারের ইতিহাসে যুগাবসান। ৯১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি উপস্থাপক আমিন সায়ানি। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সদ্য প্রয়াত শিল্পীর নামের সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল জনপ্রিয় বেতার অনুষ্ঠান 'বিনাকা গীতমালা'।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বইতে তাঁর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আমিন সায়ানি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন শিল্পীর ছেলে।
Dobra Murder: রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে খুন! ডেবরার ঘটনার তদন্তে পুলিশ
ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল শিল্পীর রেডিওযাপন, বিজ্ঞাপন ও জিঙ্গেলের জন্য ৫৪,০০০টিরও বেশি অনুষ্ঠান করেছেন তিনি। বহু হিন্দি চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে তাঁর কণ্ঠ।