'ধূলোকণা' ধারাবাহিকে লালন-ফুলঝুরির ডির্ভোর্স হতে চলেছে । লালন এখন ফুলঝুরিকে ভালবাসে না । তিতিরের প্রেমে পাগল সে, তাকেই বিয়ে করতে চায় । সেরকমই দেখানো হচ্ছে ধারাবাহিকে । এরজন্য চরম ট্রোল হচ্ছে ধারাবাহিক । লালন-ফুলঝুরির ডিভোর্স আদৌ হবে কি না,সেটা জানা নেই । তবে, ব্যক্তিগত জীবনে মানালিকে যদি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতো, তাহলে কী সিদ্ধান্ত নিতেন তিনি ?
স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে । শুনে প্রতিক্রিয়া কী হতো মানালির ? ফুলঝুরির মতোই কী লালনকে ছেড়ে দিয়ে চলে যেতেন ? মানালি এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লালন অসুস্থ। লালন এখন যা করছে, পুরোটাই অজান্তে । এমনটা যদি তাঁর জীবনে ঘটে,তাহলে স্বামীর কাউন্সেলিং করাবেন মানালি । ছেড়ে চলে যাবেন না । কিন্তু, যদি তাঁর অন্য কাউকে ভাল লাগে,তাহলে ফুলঝুরির মতোই স্বামীকে ছেড়ে চলে যাবেন মানালি ।
সোমবার, ১৪ নভেম্বর থেকে গোটা সপ্তাহজুড়ে বিশেষ পর্ব সম্প্রচারিত হয়েছে ‘ধুলোকণা’ ধারাবাহিকে । লালন-ফুলঝুরির সম্পর্ক কোন মোড় নিতে চলেছে, তা জানতে চোখ রাখতে হবে পরবর্তী পর্বগুলিতে । এই মুহূর্তে বাংলা টেলিভিশনের এক নম্বর সিরিয়াল ‘ধুলোকণা’। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় হিট এই ধারাবাহিক । তবে, ধারাবাহিকের নতুন ট্র্যাক নিয়ে বেজায় চটেছে দর্শক ।