গায়িকা ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) লক্ষ্য করে অশালীন আচরণের অভিযোগ । প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার হলেন গায়িকা । অভিযুক্তকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক (Rigent Park) থানার পুলিশ । সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ঘটনার বিবৃতি দিয়েছেন তিনি ।
ইমনের (Iman Chakraborty get harrased) অভিযোগ, প্রত্যেকদিন বাড়ির কাছের একটি মাঠে, তিনি এবং আরও কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলেন । এদিনও খেলতে গিয়েছিলেন । এরপর সেখান থেকে ফলের দোকানে যান সঙ্গীতশিল্পী এবং তাঁর বন্ধুরা । অভিযোগ, সেখানেই বসেছিলেন অভিযুক্ত ব্যক্তি । ভিন্ন ভিন্ন ফলের নাম করে গায়িকাকে উদ্দেশ্য করে কটূক্তি করা শুরু করেন তিনি । অশালীন ইঙ্গিতও করেন বলে অভিযোগ । ইমন জানিয়েছেন, প্রথমে তিনি ঘটনার প্রতিবাদ করেননি । কিন্তু, পাশের দোকানে চা খেতে গিয়েই একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে । তাও কোনও প্রতিবাদ না করে সেখান থেকে গাড়িতে উঠে পড়েন ইমন ।
গায়িকার অভিযোগ, গাড়িতে ওঠার পরেও অভিযুক্ত ওই ব্যক্তি অশালীন নজরে তাকাতে শুরু করেন । এরপরই ইমন পুলিশে অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তি রঞ্জন মজুমদারকে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন গায়িকা ।