মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen Passes Away) । ঠাকুরের গান, আর তাঁর সুরেলা কণ্ঠের মিশেল, মুগ্ধ করেছে শ্রোতাদের । রবীন্দ্র গানে আধুনিকতার ছোঁয়া এনেছিলেন তিনি । সেই সুর থেমেছে । আজ অভিভাবক হারা সঙ্গীত জগত । সুমিত্রা সেনের (Sumitra Sen) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শিল্পীরা ।
গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ফেসবুকে সুমিত্রা সেনের একটি গান শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "শিল্পীর প্রয়াণ হয় না, ওপারে ভাল থেকো আম্মা ।" ইমন সুমিত্রা সেনকে আম্মা বলে ডাকতেন । এক সংবাদমাধ্যমকে ইমন জানান, তাঁকে অনেক টিপস দিতেন আম্মা । মনে হচ্ছে যে, একটা প্রজন্মের সমাপতন হল। অন্যদিকে, সৈকত মিত্র শোকজ্ঞাপন করেছেন । এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ছায়াছবির দুনিয়ায় সুমিত্রা সেন নতুন ঘরানা তৈরি করেছিলেন । সেই সময় সিনেমায় রবীন্দ্রসঙ্গীত মানেই যেন সুমিত্রা পিসি ।
আরও পড়ুন, Sumitra Sen Passes Away : প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন
সুমিত্রা সেন ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন । তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে জানা গিয়েছে । শ্বাসকষ্টেরও সমস্যা ছিল বলে খবর । সোমবার রাতেই ৮৯ বছরের শিল্পীকে বাড়িতে আনা হয় । আর মঙ্গলবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।