জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবকে স্নান করিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। রথের দিনে এবার ধুমধাম করে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজোর আয়োজন করলেন গায়িকা। ফুলের আসনে জগন্নাথ ,বলরাম , সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো চলছে। গায়িকা তাঁতের শাড়িতে পুজোর সাজ সেজেছেন।
Yash-Nusrat: পুলিশের চরিত্রে যশ-নুসরত! এবার প্রযোজনাতেও নামছেন দম্পতি
এদিন ইমনের বাড়ির অনুষ্ঠানে ছাত্রছাত্রীরাও এসেছেন, একে একে তাঁদেরকে আলাপও করিয়ে দিয়েছেন গায়িকা। পুজোর আয়োজন, পুস্পাঞ্জলির প্রস্তুতি সবই ভিডিও করে দেখিয়েছেন ইমন। ক্যাপশনে লেখা ‘জয় জগন্নাথ’ ।