এই মুহূর্তে অধিকাংশ তারকা,শিল্পীদের রোজগারের একটি বড় অংশ আসে ইউটিউব থেকে। যত বেশি সাবস্ক্রাইবার ,যত বেশি ভিউজ তত টাকা। মঙ্গলবার সকালের একটি পোস্টে ইমন (Iman Chakraborty) জানিয়েছিলেন, তাঁর তিল তিল করে গড়ে তোলা ইউটিউব চ্যানেলটি হঠাৎই খোয়া গিয়েছে। ইউটিউবের পক্ষ থেকে এক ইমেল করে গায়িকাকে বলা হয়েছিল তিনি ইউটিউব কমিউনিটি সংক্রান্ত নিয়মকানুন ভেঙেছেন। এরপরই ইমন গোটা বিষয় জানিয়ে মেল করেছিলেন ইউটিউব ইন্ডিয়াকে।
মাত্র চার ঘণ্টার মধ্যেই সুরাহা পেলেন জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা। ফের ভিডিও শেয়ার করে ইমন ইউটিউব ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়ে সুখবর দিলেন। জানালেন তাঁর চ্যানেলটি ফিরিয়ে দেওয়া হয়েছে।