ইমন চক্রবর্তী, (Iman Chakraborty) বাংলা সংগীতের জগতে খুব অল্প সময়েই এসে পড়েছেন একেবারে প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা ইমনের। এবার নিজের ওয়েবসাইট লঞ্চ (Website launch) করলেন ইমন। বৃহস্পতিবার দুপুরে নিজেই ফেসবুক লাইভ করে ওয়েবসাইটের কথা জানালেন সকলকে।
www.imanchakraborty.in, এই ওয়েবসাইটে এখন গায়িকা সংক্রান্ত সমস্ত খবরাখবর পাওয়া যাবে।
Parambrata Chatterjee: লন্ডনে ছবির প্রিমিয়ার, অভিনেতা-প্রযোজক পরমব্রত আহ্লাদে আটখানা
বাংলা গানের জগতে ইমন এখন রীতিমতো বড় নাম। কেরিয়ারের একেবারে প্রথম দিকেই তাঁর ঝোলায় জাতীয় পুরস্কার। সম্প্রতি, অভিনয়েও হাতেখড়ি হল ইমনের। অরুণাভ খাসনবিশের 'নীতিশাস্ত্র' ছবিতে একটি চরিত্রে প্রথমবারের জন্য ইমনকে দেখা যাবে বড় পর্দায়।