সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর লিলুয়ার বাড়ির সামনে জঞ্জালের স্তূপ। দিনের পর দিন ধরে পড়ে থাকা আবর্জনার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন বিরক্ত ইমন।
ফেসবুক পোস্ট করে ইমন জানিয়েছেন, এর আগেও প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি। বাড়ির সামনের অটোস্ট্যান্ডের অবস্থা বহু দিন ধরেই নারকীয়। তাঁর পোস্ট মারফত বালি পুরসভা এবং লিলুয়াবাসী, উভয়েরই দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ইমন। পোস্টে উল্লেখ করছেন প্রশাসনের গাফিলতির কথা। আবার এও বলেছেন, যে আবর্জনার ছবি দেখে লিলুয়াবাসী, যারা রোজ জঞ্জাল ফেলছেন যত্রতত্র, তাদেরও যেন ওই ভিডিয়ো দেখে লজ্জা হয়।
Asian Games 2023: রবিবার অ্যাথলেটিক্সের সুখের দিন , এশিয়ান গেমসে ১৩ সোনা সহ ৫৩ পদক নিয়ে চারে ভারত
বালির বিধায়ক মানুষ হিসেবে ভাল হলেও তাঁকে জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি বলে পোস্টে উল্লেখ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী।