তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। ডাকসাইটে সুন্দরীও বটেন। কিন্তু সোস্যাল মিডিয়ায় ইমন চক্রবর্তীর ত্বকের বেহাল দশা নিয়ে কটাক্ষ করলেন নেট নাগরিকদের একাংশ। ইমনের নাকি মুখভর্তি ব্রন! তা নিয়েই উদ্বেগ অনুরাগীদের৷ কেউ লিখলেন, গায়িকার উচিত ত্বকের জন্য নেওয়া। কারও মতে, মুখে এ কী হাল হয়েছে! কেউ আবার উদ্বিগ্ন পরে বড় কোনও সমস্যায় না পড়তে হয় ইমনকে!
এই সব প্রশ্ন, উদ্বেগ, কটাক্ষের জবাব দিলেন গায়িকা। ইমন জানালে, সমস্যাটি মোটেই নতুন নয়, গত ১০ বছর ধরে পিসিওডি এবং এনডোমেট্রিওসিসের সমস্যা নিয়ে তিনি নাজেহাল। রীতিমতো ভুগতে হচ্ছে শিল্পীকে। এরপর ইমন কোনওরকম মেকআপ ছাড়া একটি সেলফি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, 'এটি হল সিস্টিক অ্যাকনে… এই অ্যকনে অত্যন্ত যন্ত্রণাদায়ক। গত দশ বছর ধরে PCOD-র সমস্যায় ভুগছি। এর থেকে মুড সুইংস, পেটে ব্যথা, তৈলাক্ত ত্বকের সমস্যা হয়।' ইমন জানান, এই মুহর্তে সারা পৃথিবীতে ৯০ শতাংশ মহিলা এই সমস্যায় ভুগছে। গায়িকার কথায়, '' বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও আমিও তো একজন মানুষ। আমি এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আমি জানি পারবও। দয়া করে কাউকে না জেনে বিচার করবেন না, কমেন্ট করবেন না। আমি আপনাদের ভালোবাসি, কিন্তু আমি নিজেকেও ভালোবাসি। জয় জগন্নাথ।'