গানই মেয়েটার জীবন । ছোট থেকে বড় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন । সকাল-সন্ধে রেওয়াজ, গান শোনা... পরিশ্রমও কম করতেন না । কিন্তু, তাঁর জীবনেও এমন একটা কালো অধ্যায় আসে, যখন বারবার মৃত্যুর কথা ভাবতেন । সালটা ২০১৪-১৫ । সেই সময়টা মেয়েটার ডায়েরির পাতা ভরে যেত শুধু সুইসাইড নোটে । বারবার নিজেকে শেষ করে দিতে চাইতেন । মায়ের মৃত্যু, ব্রেক-আপ, কেরিয়ারে শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছিল মেয়েটাকে । অবসাদ ঘিরে ধরছিল । খারাপ সময়ের পর ভাল সময়ও তো আসে । ২০১৬ সাল । প্রাক্তন সিনেমার একটি গান বেশ জনপ্রিয় হয় । 'তুমি যাকে ভালবাস'। মুহূর্তের মধ্যেই হৃদয় ছুঁয়ে যায় মানুষের । ফোনের প্লেলিস্টে,লোকের মুখে মুখে ঘুরছে তখন শুধু ওই একটাই গান । সুরকার অনুপম রায় । আর গায়িকা ? যাঁর কণ্ঠ গানকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে । শ্রেয়া ঘোষাল, লগ্নজিতাদের ভিড়ে উঠে এল এক নতুন নাম । ঠিকই ধরেছেন, ইমন চক্রবর্তী । যে মেয়েটা একটা সময় আত্মহত্যার কথা ভাবতেন, সেই মেয়েটার জীবন বদলে দিল একটা গান । প্রথম গাওয়া গানেই পেলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার । তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি । জানেন কি,এবার অস্কারের দৌঁড়েও নাম লিখিয়ে ফেললেন ইমন চক্রবর্তী । নতুন পালক যোগ হল ইমনের মুকুটে ।
জানা গিয়েছে, অস্কারের মঞ্চে এবার বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে । তার মধ্যে রয়েছে ইমনের গাওয়া গানও । শিশু দিবসের দিন মুক্তি পেয়েছিল ইমনের ইতি মা গানটি । ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল সিনেমার জন্য ওই গানে কণ্ঠ দেন গায়িকা । সেই গানই অক্সারের নমিনেশনে নাম লিখিয়েছে । জানা গিয়েছে, এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে । লেডি গাগা, মাইলি সাইরাসের মতো আন্তর্জাতিক মানের শিল্পীর সঙ্গে প্রতিযোগিতা করবেন ইমন । সারেগামাপা-এর শুটিংয়ের সময়ই সুখবর পান গায়িকা ।
খবরটা সত্যি, বিশ্বাসই করতে পারছেন না ইমন । সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন । সবার আগে খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জন ও তাঁর বাবাকে । শুটিংয়ের ফাঁকেই সংবাদমাধ্যমকে ইমন জানিয়েছেন, বিষয়টা এখনও হজম হচ্ছে না । খুবই খুশি, খুবই আনন্দিত । বাবা-মায়ের আশীর্বাদ, স্বামীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথের আশীর্বাদ ও
শ্রোতা বন্ধুদের এত ভালোবাসায় এই খবরটা তিনি পেয়েছেন । পুরোটাই তিনি ডেডিকেট করতে চান তাঁর শ্রোতাদের । যাঁরা তাঁকে বানিয়েছেন, তাঁদের উৎসর্গ করতে চান গায়িকা ।
আধুনিক বাংলা গান,রবীন্দ্রসঙ্গীত থেকে লোকসঙ্গীত...সব ধরনের ঘরানায় আট থেকে আশি-র মনে জায়গা করে নিয়েছেন গায়িকা । ইমনের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে । প্রায় দেড় লক্ষের বেশি সাবস্ক্রাইবার । ছবিতে গান গাওয়ার পাশাপাশি চলছে মঞ্চও মাতাচ্ছেন গায়িকা । শুধু দেশ নয় বিদেশের মাটিতেও মঞ্চ মাতিয়েছেন । গানের পাশাপাশি অভিনয়েও হাতেখড়ি হয়েছে ইমনের ।
গায়িকা ট্রোলডও হয়েছেন বারবার । ইমনের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন উঠেছে । টলিপাড়ায় গুঞ্জন, সাফল্যের সঙ্গেই নাকি পাল্লা দিয়ে বেড়েছে ইমনের পারিশ্রমিকও । যদিও, গায়িকা স্পষ্ট জানিয়েছেন, সবাই তাই করে । কলকাতায় এমনিতেই টাকা নেই । বাংলার শিল্পীদের কেউ টাকা দিতে চায় না । টাকা তো বাড়াতেই হবে । আরবানায় নতুন ঠিকানার জন্য পারিশ্রমিক বাড়াতে হবেই ।
বর্তমানে জি বাংলার 'সা রে গা মা পা'-তে দেখা যাচ্ছে ইমনকে । বিচারকের আসনে রয়েছেন । প্রতিযোগীদের নিজের হাতে গড়ে নিচ্ছেন । শুধু কি তাই, নতুন প্রতিভাকেও সুযোগ দিচ্ছেন ইমন । চলতি বছর থেকেই শুরু করেন ট্যালেন্ট হান্ট শো 'নতুন প্রতিভার খোঁজে'। প্রাথমিকভাবে ৭৫ জন প্রতিভাকে বাছাই করার পর তাদের মধ্যে থেকে ২৫ জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেওয়া হয়। আবার এই ২৫ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ১২ জনকে । তারপর টপ থ্রি, শেষে সেরার সেরা বেছে নেওয়া হয় । ইমনের কথায়, কোভিডের সময় থেকেই নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করছেন । লকডাউনের সময় বন্ধ ছিল। এই বছর থেকে বড় ভাবে করার প্ল্যান করেন । নতুনরা উঠে না এলে ইন্ডাস্ট্রি কখনোই এগোবে না ।