গালে হাত । অবাক চোখে তাকিয়ে আছেন ইমন (Iman Chakraborty) । এমন ছবি পোস্ট করে ইমন ক্যাপশনে লিখেছেন, তিনি যে এখনও বেঁচে আছেন, সেটাই অনেক । তাঁর আর কিচ্ছু চাই না । কিন্তু, কেন এমন কথা লিখলেন গায়িকা ?
ইমন যে ছবি পোস্ট করেছেন, সেখানে শুধু ইমন নয়, আরও একজন রয়েছেন । তিনি হলেন অরিজিৎ সিং (Arijit Singh) । ছবিতে দেখা যাচ্ছে, ফোন হাতে ইমনের সঙ্গে সেলফি তুলেছেন অরিজিৎ । আর গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গায়িকা । ক্যাপশনে লিখেছেন, 'বলছি কি.... আমি যে এখনো বেঁচে আছি , সেটাই অনেক। অরিজিৎ সিং তোমার মত কেউ না...কেউ না...।' আসলে, আমার-আপনার মতোই ইমনও অরিজিতের বড় ফ্যান । আর প্রিয় তারকার সঙ্গে সেলফিটা যে কোনও অনুরাগীর কাছেই পরম পাওনা । ইমনের কাছেও তাই ।
এক ফ্রেমে অরিজিৎ-ইমনকে দেখে নেটিজেনরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন । কেউ লিখেছেন, জীবন সার্থক, কেউ আবার একসঙ্গে দুই প্রিয় মানুষকে দেখে বাক্যহারা । অরিজিৎ সিংয়ের গানে ডুবে রয়েছে আসমুদ্রহিমাচল । তাঁর অনুরাগী দেশে-বিদেশে ছড়িয়ে । এত বড় ব্যক্তিত্ব, কিন্তু, এখনও মুর্শিদাবাদের ঘরের ছেলে হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন অরিজিৎ।