ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গান মানেই 'কানের আরাম', প্রাণের শান্তি। বিচ্ছেদ হোক বা প্রেম, কিংবা নিখাদ নাচের গান সবই তাঁর কণ্ঠে অন্য মাত্রা পায়। সম্প্রতি ইমনের গাওয়া 'বেলাশুরু' ছবির 'ইনি বিনি টাপা টিনি' গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে গোটা বাংলাজুড়েই৷ এই গান গেয়ে অসংখ্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু রেলের কোচে এক অন্যরকম প্রাপ্তি হল ইমনের।
পুরী থেকে কলকাতা ফিরছিলেন ইমন, পাশের কোচ থেকে ভেসে আসছিল তাঁর গাওয়া 'ইনি বিনি'। কৌতুহল বশত এগিয়ে যান গায়িকা, আর তাতেই অমূল্য প্রাপ্তি হয় তাঁর। সেই ভিডিয়ো শেয়ার করেছেন ইমন, যেখানে দেখা যায় এক খুদের কান্নাই থামে ইমনের এই গানে।
আরও পড়ুন : নেতাজী ইন্ডোরে চাঁদের হাট, তারকাখচিত সন্ধ্যায় দেখা গেল না শুধু যশ-নুসরতকে
এই গানই নাকি ওই খুদের 'ব্রহ্মাস্ত্র', ইনি বিনি না শুনলে নাকি ঘুমায়ও না সে৷ খুদেকে কোলে নিয়ে এমনই জানায় তার বাবা। নিজের চোখে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা ইমন। ভিডিয়ো পোস্ট করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন গায়িকা।