ফেসবুক লাইভে এসে কেকে-কে নিয়ে রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi) সমালোচনা । তারপর কেকে-এর মৃত্যু । সবমিলিয়ে তোলপাড় গোটা বাংলা । রূপঙ্করের মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন বাংলার আরেক সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) । তিনি সাফ জানিয়ে দিলেন, রূপঙ্করের বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন তিনি । তাঁর এই বক্তব্যে যথেষ্ঠ বিব্রত বোধ করছেন তিনি । উল্লেখ্য, কেকে (KK death)-এর সমালোচনার সময় ভিডিওতে বাংলার যে শিল্পীদের নাম নিয়েছিলেন রূপঙ্কর, তাঁদের মধ্যে ছিলেন ইমন চক্রবর্তী ।
বুধবার ফেসবুক লাইভে এসে ইমন প্রথমেই বলেন, রূপঙ্করদা তাঁর খুব কাছের মানুষ । তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন তাঁকে । বাংলার শিল্পীদের হয়ে তিনি কথা বলেছেন । এর জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি । কিন্তু, কেকে-কে নিয়ে নিজের মতো করে বক্তব্য রেখেছেন রূপঙ্কর । এখানে ইমনের কোনও দায় নেই । কারণ, তিনি এই বিষয়ে একেবারেই সহমত নন ।
বাঙালিরা নাকি বাংলা শিল্পীদের নিয়ে উন্মাদনায় ভোগেন না । রূপঙ্করের এই অভিযোগও খণ্ডন করেছেন ইমন । তিনি বলেন, "আমার গান শুনতেও লোকজন উপচে পড়েন । একইভাবে মনোময় দা, সোমলতা, এমনকী রূপঙ্কর দা-র গান শোনার জন্য যথেষ্ট উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে । পাগলের মতো ভালবাসা দেন । সেই ভালবাসার সঙ্গে কেকে-এর গান শুনতে আসায় কোনও দ্বন্দ্ব নেই । ভাল গান, ভাল শিক্ষা, রুচি, তার সঙ্গে কোনও তুলনা চলে না । উচিৎও নয় । এটা আমার মত । তাছাড়া, দর্শকরা তো আর শুধু বাংলা গান শুনবেন না । অন্য গান শোনারও তো অধিকার বাঙালির রয়েছে ।"
তবে, ইমন বারবার একই কথা বলেছেন লাইভে । রূপঙ্করের এই মন্তব্যের পর তাঁর প্রতি কোনওভাবে শ্রদ্ধা কোনও অংশেই কমে যাবে না ইমনের । তিনি নিজে রূপঙ্করের বড় ভক্ত । গায়কের প্রতি চিরকাল তাঁর শ্রদ্ধা রয়ে যাবে । তিনি জানেন, রূপঙ্কর অনেক যন্ত্রণা থেকে এই কথাগুলো বলেছেন । যা বড় সত্যি বলে স্বীকার করে নিয়েছেন ইমন । একইসঙ্গে নেটিজেনদের প্রতি তাঁর অনুরোধ, রূপঙ্করের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, তা বন্ধ হোক । কখনও কোনও শিল্পী, সর্বোপরি মানুষ অন্য কারও মৃত্যু কামনা করতে পারেন না ।
সবশেষে কেকে-এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । ইমন নিজে কৃষ্ণকুমার কুন্নাথের ভক্ত । তাঁর প্রিয় গায়কের মৃত্যুতে মন ভাল নেই ইমনেরও । গায়িকা চাইছেন, আর হিংসা নয়, ভালবাসা ছড়াক । ভালবাসাই সব সমস্যার সমাধান করতে পারেন ।