বাংলা গ্ল্যামার দুনিয়ার বেশ প্রচারে থাকা দম্পতি তাঁরা। সুরের দুনিয়ায় বিচরণ। বলছি ইমন-নীলাঞ্জনের কথা। আজ তাঁদের রেজিস্ট্রির তিন বছর পূর্তি। নীলাঞ্জন কি বেমালুম ভুলে গেলেন দিনটার কথা?
মাঝরাতে একটি ভিডিও পোস্ট করেছেন গায়িকা নিজে। নীলাঞ্জনকে না জানিয়ে প্রথমে ভক্তদের বিশেষ দিনটির কথা জানান ইমন। পরে ক্যামেরা নিয়ে স্বামীর দিকে তাক করতেই নীলাঞ্জন প্রথমে মনেই করতে পারলেন না, দিনটা কেন স্পেশাল। পরে অবশ্য নিজে থেকেই বললেন আজ তাঁদের সইসাবুদের তিন বছর। একটুর জন্য দাম্পত্য কলহ হল না।
Noida Death: ইউটিউবারের পার্টিতে মদ্যপ অবস্থায় হুল্লোড়, মাথায় ঘুষির চোটে মৃত্যু যুবকের
২০২১ এর ২ ফেব্রিয়ারি চারহাত এক হয়েছিল ইমন-নীলাঞ্জনের। তার দিন দুয়েক আগেই সারা হয়েছিল সই সাবুদ পর্ব।