সাসপেন্স থ্রিলার বাঙালির প্রিয় বরাবরের। ফেলুদা (Feluda) হলে তো কথা-ই নেই। যেকোনো ফর্মে ফেলুদাকে গুলে খায় বাঙালি। সেটা ভালই বুঝেছেন পরিচালক অরিন্দম শিল (Arindam Shil)। তাই ওটিটি-তে ফের আসছে ফেলুদা সিরিজ। সত্যজিতের গ্যাঙ্কটকে গণ্ডগোলের শুটিং শুরু। তা, ফেলুদার ভূমিকায় কে?
পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আরও একবার ফেলুদা। এর আগে আড্ডা টাইমস-এর জন্য তৈরি সিরিজে পরমব্রত একবার ফেলুদা হয়েছেন ইতিমধ্যে। আরও মজার ব্যাপার সন্দীপ রায় পরিচালিত বোম্বাইয়ের বোম্বেটে ছবিতে পরম ছিলেন তোপসের ভূমিকায়।
এই সিরিজে অবশ্য তোপসে হিসেবে পরিচালকের পছন্দ ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabrata Mukhopadhyay)। এছাড়া নানা চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ, এবং সৌরসেনী মৈত্রকে।
Pallavi Dey: ফের ছোট পর্দায় দেখা যাবে পল্লবী দে-কে, স্টার জলসার নতুন ধারাবাহিকে প্রয়াত অভিনেত্রী
মাস কয়েক আগেই হইচইতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা। ডিসেম্বরে আসছে সন্দীপ রায়ের 'হত্যাপুরী'। সব মিলিয়ে ফেলুদার ছড়াছড়ি। এবার আর অন্য গোয়েন্দাদের সঙ্গে নয়। ফেলুদার টক্কর ফেলুদার সঙ্গেই।