বাঙালির ডেলি ডোজ সিরিয়াল। রোজ রকমারি ধারাবাহিকেই সন্ধে সাজানো থাকে বাংলার দর্শকদের। তাঁরা ধারাবাহিক দেখছেন কী দেখছেন না, তার উপরেই নির্ভর করে ধারাবাহিকগুলো টিকে থাকে TRP এর দৌড়ে। কখনও কখনও শুরু হওয়ার পর মাত্র ২ মাসেই বিদায়ঘণ্টা বেজে যায়।
কিন্তু এতসবের মধ্যেও দুটো ধারাবাহিক ব্যতিক্রম হয়ে রয়ে গিয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্বাত্রী’। ধারাবাহিকভাবে TRP এর দৌড়েও জায়গা করে নিয়েছে এই দুই সিরিয়াল। জগদ্বাত্রী সদ্য ৭৩৪ পর্ব ছুঁয়েছে, ‘অনুরাগের ছোঁয়া’র ৮০০ পর্ব পার। কোন মন্ত্রবলে টিকে রয়েছে এই ধারাবাহিক দুটি?
স্নেহাশিস চক্রবর্তী জগদ্বাত্রীর পরিচালক প্রযোজক আনন্দবাজার অনলাইনকে জানান, এই ধারাবাহিকে নারীর ক্ষমতায়ন দর্শকদের বেশ পছন্দের। ঘরে বাইরে সমান পারদর্শী নায়িকা। সে ঘরে শাড়ি পরে, বাইরে প্যান্ট শার্ট। প্রয়োজনে বন্দুক হাতে নেয়। এমন নায়িকা ছোটপর্দায় প্রথম। অন্যদিকে, ঘরোয়া গল্পের জোরেই অনুরাগের ছোঁয়াকে দর্শক ভালবেসে আসছেন বলে জানান ওই ধারাবাহিকের নির্মাতারা।