বাংলায় বক্স অফিস কাঁপাচ্ছে 'বল্লভপুরের রূপকথা'। পরিচালক হিসেবে অনির্বাণ ভট্টাচার্যের বড়পর্দায় অভিষেক এই ছবি দিয়েই। ইতিমধ্যে কয়েক কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। হিন্দিতেও আসছে বাদল সরকারের এই নাটক। একটু ভুল বলা হল, আসছে নয়, হিন্দিতে বছর পাঁচেক আগেই মুক্তি পেয়েছে সেই ছবি।
জি ফাইভে চোখ রাখলেই দেখা যাবে 'বল্লভপুর কি রুপকথা' ছবিটি। বিগত ৫ বছর আগে মুক্তি পেয়েছে, এক বাঙালি নাট্যকারের নাটক আশ্রিত হিন্দি ছবিটি, অথচ বাংলার দর্শক তেমন ভাবে জানতেই পারেননি ছবিটির কথা।
অখিলেশ জয়সওয়ালের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। বাংলা ছবিটি ইতিমধ্যে সাড়া ফেলেছে বাঙালি দর্শকমহলে। হিন্দিটিও এবার দেখেই নিন তাহলে।