বলিউড হোক বা সাউথের ছবি, সেই সাদাকালো সিনেমার যুগ আইটেম ডান্সের রমরমা কিন্তু বেজায়। ছবি রিলিজের আগেই ভাইরাল হয়ে যায় ছবির আইটেম নাম্বার। এমনকি আইটেম গানের জনপ্রিয়তার উপরেও সিনেমার সাফল্য নির্ভর করে। বলিউড দক্ষিণ ইন্ডাস্ট্রির তাবড় তারারাও আজ আইটেমে স্বচ্ছন্দ। কিন্তু টাইম মেশিনে চড়ে একটু পিছন ফিরে তাকালেই দেখা যাবে আজ থেকে তিন দশক আগে, ছবিতে এই নাচ বা নৃত্য শিল্পীদের খুব একটা ভাল চোখে দেখতেন না তখনকার দর্শকেরা। এমনকি হেলেন,শেফালি, অরুণা ইরানি, কল্পনা আইয়ারা সেসময় একের পর এক আইটেমে মঞ্চ মাতাচ্ছেন। সেসব নাচ সে সময় চোখ ভরে দেখতেন, উপভোগ করতেন দর্শকেরা, কিন্তু ডান্সারদের কপালে জুট যেত ‘ব্যাড গার্ল’ তকমা। কিন্তু সেসব পিছনে ফেলে এমন কিছু গান সেসময় তৈরি হয়েছে, যা আজও মানুষের মুখে মুখে ফেরে।
দর্শকদের চোখের কাপড় সরিয়ে, মাথা উঁচু করে এই নাচকে যাঁরা এগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই মিছিলে ধীরে ধীরে এসে পরবর্তীতে জুড়েছেন মাধুরী, প্রিয়াঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও।
এই মুহূর্তে ছবির অন্যান্য গানের মতোই গুরুত্বপূর্ণ আইটেম নাম্বারও। কোনও কোনও ছবির কেবল একটি গান বানাতেই তাই নির্মাতারা খরচ করেন কয়েক কোটি টাকা। কোনও কোনও আইটেম ডান্সারের পারিশ্রমিক ছবির নায়িকাদের থেকেও বেশি হয়। আজ এডিটরজি বাংলার পর্দায় এক নজরে রইল জনপ্রিয় আইটেম গানের শিল্পীদের পারিশ্রমিকের একটি আন্দাজ।
সামান্থা রুথ প্রভু ( Samantha Ruth Prabhu)
দক্ষিণের এই অভিনেত্রী কিন্তু একজন বাঁধাধরা নৃত্যশিল্পী নন। তবু তাঁর একটা ডান্স নম্বরই টেক্কা দিয়ে ফেলেছে এযাবৎ কালের তাবড় গানগুলিকে। শুধু তাই নয়, তিনিই এই মুহূর্তের হায়েস্ট পেইড আইটেম ডান্সার। তেলেগু-তামিল তারকা ‘পুষ্পা’ ছবিতে 'ও আন্তাভা'-এর জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তিনিই দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আইটেম ডান্সার। তাঁর কেরিয়ারের বয়স প্রায় ২০ বছর। দীর্ঘ কেরিয়ার জীবনে এই একটিই আইটেম গানে নেচেছেন সামান্থা। এই একটি ম্যাচেই তিনি ছাপিয়ে গিয়েছেন নোরা ফাতেহি এবং মালাইকা অরোরার মতো প্রতিষ্ঠিত নৃত্য শিল্পীদের।
নোরা ফাতেহি (Nora Fatehi)
মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফাতেহি, সামান্থার আগে ভারতের সর্বোচ্চ আয়ের আইটেম গার্ল ছিলেন। তিনি গান প্রতি পারিশ্রমিক হাঁকান প্রায় ২ কোটি টাকা।
করিনা কাপুর (Kareena Kapoor)
তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। সচরাচর তিনি আইটেম গানে নাচেন না। 'ফেভিকল সে'-এর জন্য তিনি নিয়েছিলেন দেড় কোটি টাকা।
জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueliene Fernandez) এবং তামান্নাহ ভাটিয়া (Tamannaah Bhatia):
এই মুহূর্তের হায়েস্ট পেইড আইটেম ডান্সারদের মধ্যে প্রথম সারিতে আছেন দুইজন জ্যাকলিন ফার্নান্দেজ, এবং তামান্নাহ ভাটিয়া। একটি আইটেম গানের জন্য প্রায় ৩ কোটি টাকা করে নেন বলে জানা গিয়েছে।