মানুষ মানুষকে বিশ্বাস করে আজও। এটুকু শুনলেই মন ভাল হয়ে যায় এই ২০২২ এ এসে। তবে একটা মানুষকে অন্ধ বিশ্বাস করা যায় শুধু শাহরুখ খানের দেশের মানুষ বলে? আজগুবি সিনেমার প্লট বলে ভুল করবেন না। এরকমটা সত্যিই হয়েছে অধ্যাপক অশ্বিনী দেশপাণ্ডের জীবনে।
প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুতেই মিশরের ভ্রমণ সংস্থার কর্মীকে টাকা পাঠাতে পারছিলেন না এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী পাণ্ডে। শেষমেশ, মিশরের ওই ভ্রমণ সংস্থার কর্মী অগ্রিম টাকাপয়সা না নিয়েই সমস্ত বুকিং দেন অধ্যাপককে।
টুইটারে অশ্বিনী লিখলেন, " আমার এই সমস্য়া দেখে ভ্রমণ সংস্থার সেই কর্মী জানালেন, আপনি শাহরুখের দেশের লোক। আপনাকে বিশ্বাস করাই যায়।’ অধ্যাপকের কথায়, "ভ্রমণ সংস্থার কর্মী আমার থেকে কোনও টাকা না নিয়ে আমাকে টিকিট পাঠিয়ে দেয়। "।