Lata Mageshkar- Grammy: সুর সম্রাজ্ঞীর কোনও উল্লেখ ছাড়াই কাটল গ্র্যামির রাত, মর্মাহত ভারতীয়রা

Updated : Apr 05, 2022 09:07
|
Editorji News Desk

২০২২ এর শুরুটা বেশ খানিক বিষণ্ণ করে দিয়েছে ভারতবাসীকে। রিক্ত করেছে গোটা দুনিয়াকেই। আমরা হারিয়েছি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। তারপর আন্তর্জাতিক পুরস্কারের দুই সবচেয়ে জনপ্রিয় মঞ্চ, অস্কার (Oscars 2022) এবং গ্র্যামি (Grammy Awards 2022) অনুষ্ঠিত হল দারুণ সমারোহে। কিন্তু কোথাও কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হল না, উল্লেখই করা হল না নাইটেঙ্গল অফ ইন্ডিয়ার কথা। এতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।  সাত দশকের বেশি সময় ভারত এবং বিশ্ব মুগ্ধ ছিল তাঁর কণ্ঠে। অথচ সে কণ্ঠ স্তব্ধ হতেই এমন নিপুণ ভাবে ভুলে যাওয়া যায় তাঁকে? এই ভাবনাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আপামর ভারতবাসীকে। 

সুরেরই সম্মান, অথচ সুর সম্রাজ্ঞীকে স্মরণ পর্যন্ত করা হল না একবার, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। চলতি বছরের শুরু থেকেই দীর্ঘ অসুস্থতার পর ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি শিল্পী। অস্কারের মঞ্চ তাঁকে ভুলে গেল, এমন কী  গ্র্যামিতে প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণার সময়ও বাদ পড়ল সুরের আকাশের এই উজ্জ্বল নক্ষত্রের নাম। পরে ওয়েবসাইটে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।  এতেই ক্ষিপ্ত ভারতীয়দের একাংশ। 

২০ টিরও বেশি ভাষায় ত্রিশ হাজার গান রেকর্ড করেছেন কিংবদন্তি শিল্পী। বিশ্বের তাবড় তাবড় সুরবোদ্ধারা তাঁকে অস্বীকার করতে পারেননি। সাত দশক ধরে তাঁর কণ্ঠেই মজে থেকেছে লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমী। 

সেরকম এক শিল্পীকে ভুলে গেলেন অ্যাকাডেমি এবং গ্র্যামির সঙ্গে জুড়ে থাকা সকলে? এ তো আসলে বিশ্ব সঙ্গীতেরই অপমান। 


“অস্কার ও গ্র্যামি পুরস্কার বৈচিত্র নিয়ে নানা প্রচার করে অথচ আশ্চর্যজনকভাবে কেউ প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণায় লতা মঙ্গেশকরের নাম রাখেনি।” এমন কথা লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টিকে লজ্জার বলে উল্লেখ করে একজন আবার লেখেন, “গ্র্যামির মেমোরিয়ামে লতা মঙ্গেশকর নেই… অত্যন্ত লজ্জাজনক! কীভাবে বিশ্বখ্যাত একজন সংগীতশিল্পীকে বাদ দিতে পারেন আপনারা?”

এমনই টুইটে ভরে গিয়েছে টুইটার। ট্রেন্ডিং হয়েছে কিংবদন্তি শিল্পীর নাম। এদিকে গ্র্যামির মঞ্চে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ (Falguni Shah)। ‘চিলড্রেন মিউজিক বিভাগে’ সেরার শিরোপা ছিনিয়ে নিল ফাল্গুনীর অ্যালবাম ‘আ কালারফুল ওয়ার্ল্ড।’ গ্র্যামির রেড কার্পেটে একাধিক ছবি পোস্ট করেছেন এ আর রহমান। 

Nightingale Of IndiaLata MangeshkarGrammy AwardsGrammys 2022

Recommended For You

editorji | বিনোদন

Movie Vamini : বালুরঘাটে নতুন ভাইরাস, অন্ধকার জগতের মুখোশ কি খুলতে পারবেন প্রিয়াঙ্কা-তথাগতরা? আসছে ভামিনী

editorji | বিনোদন

Vijay - Tamannaah : মন ভেঙেছে তামান্নার! বিজয়ের আগে আর কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : গার্লফ্রেন্ডের থেকে হাত খরচ পেতেন বিজয় বর্মা! কার কার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : পিঙ্কসিটিতে একা বিজয়, বিয়ে ভাঙার পর কী বললেন তামান্না?

editorji | বিনোদন

Women's Day 2025 : বলিউডের প্রথম নায়িকা পুরুষ ! ট্যাবু ভেঙে কোন অভিনেত্রী বিপ্লব আনেন বিনোদন জগতে ?