সম্পর্কে ভাঙন বহুদিন ধরেই, তিন বছর ধরেই আলাদা থাকেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিস্ত। এবার বিবাহবিচ্ছেদটা হচ্ছে। তবে বরখা জানিয়েছেন, কাগজে কলমে বিচ্ছেদ হওয়া পর্যন্ত স্বামীর পদবিই ব্যবহার করবেন তিনি। খুব শিগগির ১৩ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন
বিচ্ছেদের সিদ্ধান্ত সহজ ছিল না, জানিয়েছেন ১১ বছরের মেয়ের মা। টলি পাড়ায় কান পাতলে অবশ্য শোনা যায় তাঁদের সম্পর্কে দূরত্ব বাড়ে অন্য এক অভিনেত্রীর কারণে। আজকাল ঈশা সাহার সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ ইন্দ্রনীল।
যদিও সম্পর্ক নিয়ে অনেকটা আড়াল রেখেছেন দুজনেই।