টলিউডে এখন গোয়েন্দারাজ চলছে। ফেলুদা-কাকাবাবু-একেন-মিতিন মাসিদের ভিড়! এরই মধ্যে নাকি এক ছবিতে একেন্দ্র সেন এবং প্রদোষ মিত্র! হ্যাঁ ঠিক শুনছেন। তাহলে কি এবার পরিচালকের কল্পনায় বাংলার দুই দারুণ জনপ্রিয় গোয়েন্দার টক্কর? নাকি হাতে হাত মিলিয়ে রহস্য সন্ধান করবেন ফেলুদা আর একেন?
সেসব কিছুই না। পাভেলের নতুন ছবি 'পরাণ যাহা চায়'। একেবারেই সাসপেন্স থ্রিলার নয়। বরং এক বৃদ্ধের মৃত্যু পরবর্তী সময়ে তাঁর ইচ্ছাপূরণের গল্প। বৃদ্ধের চরিত্রে তথা নাম ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর প্রবাসী ছেলের চরিত্রে দেখা যাবে পর্দার ফেলুদা তথা ইন্দ্রনীল সেনগুপ্তকে।
একেন তথা অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটি অন্যরকম। ছবিতে অনির্বাণের একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা রয়েছে, সংস্থার পার্টনারের চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ। সেই সংস্থা পরাণের শ্রাদ্ধানুষ্ঠান করবে, কিন্তু আর ৫ টা শ্রাদ্ধের অনুষ্ঠানের চেয়ে একটু আলাদা তা। ছবিতে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকেও। আগামী সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু।