এবার বাংলা, ওপার বাংলা- সীমান্তের দুই পারই মাতিয়ে দিয়েছিলেন ইন্দুবালা নামের এক সবহারা বৃদ্ধা। তাঁর হাতের রান্নার স্বাদে মজেছিলেন দুই বাংলার ৮ থেকে ৮০ বছরের দর্শক। এবার গোটা দেশের দর্শকের জন্য আসছে 'ইন্দুবালা ভাতের হোটেল'।
হইচই হিন্দিতে আসছে কল্লোল লাহিড়ির উপন্যাস অবলম্বনে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ছবি। ইন্দুবালার ভূমিকায় শুভশ্রীকে দেখতে পাবেন গোটা দেশের দর্শক।
কল্লোল লাহিড়ির উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়। সব হারানো উদ্বাস্তু ইন্দুবালার হাতের জাদুতে রান্না কেবল পেট ভরানোর উপায় নয়, হয়ে উঠেছিল ছিন্নমূল মানুষের আত্মমর্যাদা আর শিকড়সন্ধানের সোপান। ইন্দুবালার ভূমিকায় শুভশ্রী মন জয় করেছিলেন সকলের।
Puja Film Releases: পুজোর আগে একে অন্যের ছবির প্রচারে সৃজিত, অরিন্দম, কোয়েলরা! সঙ্গে মিষ্টি খুনসুটি
গ্ল্যামারের ছিটেফোঁটাও নেই এমন চরিত্রে অসাধারণ অভিনয় করে মাতিয়ে দিয়েছিলেন শুভশ্রী। সেই মরমী, মায়াময় গল্প এবার হিন্দিতে। গোটা দেশের দর্শকের সামনে।