সম্প্রতি 'হইচই'-এর 'ইন্দুবালা ভাতের হোটেল'সিরিজটি যে বেশ কয়েকটি কারণে আলোচনায় এসেছে বারবার, তার মধ্যে অন্যতম সিরিজের সঙ্গীত। সেই সঙ্গীত পরিচালকের কাছে আসছে নিয়মিত হুমকি। ভয় দেখানো হচ্ছে, টলিউডে কাজ করলেই মিটু-তে ফাঁসানো হবে তাঁকে। সেই নিয়েই ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন শিল্পী অমিত চট্টোপাধ্যায়।
অমিত জানিয়েছেন, তিনি মফঃস্বলের ছেলে, দেড় বছর বয়সে বাবার মৃত্যু তারপর ছোট শহর থেকে কলকাতায় এসে বড় স্বপ্ন দেখা, সবেতেই তাঁকে লড়াই করতে হয়েছে। লড়াইয়ের শুরুর দিনগুলোয় সাফল্য পেতে অনেককেই নানা অসৎ, নীতি বিরুদ্ধ কাজও করতে দেখেছেন তিনি। তবে নিয়মিত হুমকিতে ভয় পাননি শিল্পী। কারোর নাম উল্লেখ না করলেও তিনি দাবি করেছেন, এ সব হুমকি কে বা কারা দিচ্ছেন, তিনি জানেন।
প্রসঙ্গত, ইন্দুবালা ভাতের হোটেল ছবিটির পাখিদের স্মৃতি গানটি ইতিমধ্যে সমালোচক মহলে খুবই প্রশংসিত হয়েছে।